সংবাদ বিবৃতি

২০ মার্চ, ২০১৬, কলকাতাঃ সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই) পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে ৯টি আসনের প্রার্থী-তালিকা ঘোষণা করলেন রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। ৮টি আসনের মধ্যে মুর্শিদাবাদ জেলায় ৫টি, নদীয়া জেলায় ২টি, কলকাতা এবং মালদা জেলা থেকে একটি করে আসনে লড়াই করবে।

মুর্শিদাবাদ জেলায় শামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, লালগোলা, সাগরদিঘি , নওদা কেন্দ্র, নদীয়া জেলায় শান্তিপুর , পলাশীপাড়া কেন্দ্র এবং মালদা জেলায় হরিশ্চন্দ্রপুর থেকে লড়াই করবে।

কেন্দ্রের নাম ও প্রার্থী তালিকাঃ

ক্রমিক সংখ্যা বিধানসভা কেন্দ্রের নাম প্রার্থীর নাম
হরিশ্চন্দ্রপুর ডঃ মোঃ আফসার আলী
লালগোলা মুহাঃ সাহাবুদ্দিন
শামসেরগঞ্জ আফফান আলী
রঘুনাথগঞ্জ ডাঃ মুজিবুর রহমান
সাগরদিঘি বদরুল সেখ
নওদা আবু তালেব হোসেন
শান্তিপুর নাজিমা কয়াল
পলাশীপাড়া ফজলুর রহমান সেখ

 

 

ধন্যবাদসহ

নিজাম পারভেজ